মতলব উত্তরের দুর্গাপুর ইউনিয়ন ১ ও ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের ইফতার মাহফিল ও আলোচনা



মতলব উত্তরের দুর্গাপুর ইউনিয়ন ১ ও ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের ইফতার মাহফিল ও আলোচনা 

চাঁদপুর জেলার মতলব উত্তরের দুর্গাপুর ইউনিয়ন ১ ও ৪নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ শনিবার বিকালে শিকারী কান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।

দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শেখ মনজুর আহাম্মদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেজ্জামান টিপু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজি, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।

উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, মুরাদ বেপারী, সদস্য ফয়েজ মেম্বার, আল-আমীন সরকার, সাগর প্রধান, নাছির মৃধা, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সুমন প্রধান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সদস্য নাহিদুল ইসলাম সিক্ত, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, জহিরবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খবির হোসেন মিয়াজি সহ দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  

প্রধান অতিথি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন বলেন, বিএনপি জনগণের দল, মেহনতী মানুষের দল। বিএনপিকে নিয়ে যতই ষড়যন্ত্র করুন না কেন, কোন লাভ নেই। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে বিএনপি ঐক্যবদ্ধ। বিএনপির বড় শক্তি হল জনগণ। তাই চাইলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হওয়া যাবে না। তিনি আরো বলেন, চাঁদপুর-২ আসনে আমরা আলহাজ্ব ড. জালাল উদ্দিনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। যেকোন ষড়যন্ত্র জনগণকে সাথে কঠোর ভাবে দমন করা হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url