"তোমার হাসি" ( আশিকুল ইসলাম )


তোমার হাসি

আশিকুল ইসলাম

----------------------

যখনই দেখেছি তোমার হাসি।

তখনি হয়েছে মন উদাসি।

পরক্ষণেই  মন বুঝেছে  তোমায় ভালোবাসি। 


যখনই তোমার চোখে পরেছে এই চোখ। 

অজানা এক সুখে ভরে গেছে আমারেই বুক।


যখনই শুনি তোমার ঐ নরম কোমল কন্ঠ সুর,

বিশ্বাস করো মনে হয় তা পৃথিবীর সবচেয়ে সুমধুর।


জানিনা কেনো যে তোমায় এত লাগে ভালো। 

তোমায় পেলেই বুজি জীবন পাবে তার আলো।


তোমার মাজে জানিনা কেনো এত ভালবাসা।

তোমার মাজে জড়িয়ে আছে মোর জীবন মরন আশা।


ফিরিয়ে দিবেনা জানি বিশ্বাস আছে মনে। 

তবুও কেমন ভয় হয়,কথাগুলো বলতে তোমাকে।


তুমি শুধু আমার হবে অন্য কারো না

বিধাতার তরে মোর এই প্রার্থনা।         


      ইতি,

      আমি প্রেমিক তোমার প্রিয়তমা

      আমি আশিক তোমার অনুপমা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url