মতলব উত্তরে ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ব্যতিক্রমী রমজান আয়োজন সম্পন্ন


 

মতলব উত্তরে ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ব্যতিক্রমী রমজান আয়োজন সম্পন্ন

মেরাজ উদ্দিন শুভ :

চাঁদপুর জেলার মতলব উত্তরে ৩০ মার্চ ২০২৫ তারিখে পবিত্র রমজান মাস উপলক্ষে ইউনাইটেড ক্লাবের আয়োজনে মধ্য নিশ্চিন্তপুর মুন্সি বাড়ি জামে মসজিদে ব্যতিক্রমী এক সামাজিক উদ্যোগের আয়োজন করা হয়।

ঈদুল ফিতরের আনন্দ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে ক্লাবের পক্ষ থেকে ইতেকাফকারীদের জন্য ঈদ উপহার, মসজিদের ইমাম ও হাফেজদের সম্মাননা এবং মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কিতাব ও ব্যাগ বিতরণ করা হয়। এছাড়াও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।



অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম ও খতিব ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। ক্লাবের সভাপতি রুবেল মুন্সি বলেন, "রমজান শুধু ইফতার আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আত্মশুদ্ধির মাস। আমাদের এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা আশাবাদী।"

এসময় এলাকার মুরুব্বীরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমনের দিনগুলিতে ইউনাইটেড ক্লাবের এই মহতী কার্যক্রমগুলো আরও বড় পরিসরে আয়োজনের আহ্বান জানান।

এদিকে, ইউনাইটেড ক্লাবের এই আয়োজন ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে আয়োজকরা জানান। তারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন, যেন সমাজের কল্যাণে আরও কার্যকরী উদ্যোগ নেওয়া সম্ভব হয়।

Previous Post
No Comment
Add Comment
comment url