বন্ধু আমরা - ৯৩ মতলব উত্তর (এসএসসি ব্যাচ -৯৩) এর আয়োজনে মতলব উত্তরের ৫ টি মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল
বন্ধু আমরা - ৯৩ মতলব উত্তর (এসএসসি ব্যাচ -৯৩) এর আয়োজনে মতলব উত্তরের ৫ টি মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার স্কুল ভিত্তিক অন্যতম একটি সংগঠন বন্ধু আমরা - ৯৩ মতলব উত্তর (এসএসসি ব্যাচ- ৯৩) এর আয়োজনে ২১ ও ২২ শে মার্চ মতলব উত্তরের পাঁচটি মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
যেই ৫ টি প্রতিষ্ঠানে ইফতার মাহফিল সম্পন্ন হয় সেইগুলো হলো সুলতানিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং (মমরুজকান্দি ও কলস ভাঙ্গা), নিশ্চিন্তপুর কেন্দ্রিয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং, ছেংগাচর বাজার দারুল উলুম কারিমীয়া মাদ্রাসা, বড় মরাদোন মোহাম্মাদিয়া (সাঃ) হাফিযিয়া মাদ্রাসা ও এতিমখানা, বড় কিনা চক তা'লিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং।
সংগঠনটির সভাপতি জাকির ভিক্টোরি নিশ্চিন্তপুর কেন্দ্রিয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ অনুষ্ঠিত ইফতার ও দোয়ার মাহফিলে উপস্থিত থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক মুকুল শিকদার সহ অন্যান্য সকল সদস্য বিশেষ করে যারা প্রবাসে থেকে বড় ধরনের অর্থনৈতিক সহযোগিতা করে থাকেন তাদের কথা গভীরভাবে স্মরণ করেন। একের পর এক বন্ধুত্বের বন্ধন ধরে রেখে ইতিমধ্যে একটি অনন্য উদাহরণ তৈরি করেছে 'বন্ধু আমরা মতলব উত্তর (এসএসসি ব্যাচ ৯৩ সংগঠন)'।
পরিশেষে, ইফতার মাহফিলে সংগঠনের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।