মতলবে সাংবাদিকদের সম্মানে ড. জালাল উদ্দিনের ইফতার মাহফিল।
গোলাম নবী খোকনঃ
মতলব উত্তর উপজেলার লুধুয়া'য় মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার সাংবাদিকদের সম্মানে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চাঁদপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ড. জালাল উদ্দিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২৫ মার্চ মঙ্গলবার উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া'য় ড. জালাল উদ্দিনের নিজ বাড়িতে মতলবের দু' উপজেলার সাংবাদিকদের সম্মানে অনুষ্ঠিত ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. জালাল উদ্দিনের সহধর্মিনী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন। এই সময় আরো বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আহসান বেনু, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপি'র সভাপতি তোফায়েল আহম্মেদ পাটোয়ারী।
এসময় আস্থা ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রেসিডেন্ট ও ড. জালাল উদ্দিন এর সহধর্মিনী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারই হচ্ছেন জাতির বিবেক সমাজের দর্পণ। আপনাদের লিখনীর মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরে সমাজের সঠিক দিক নির্দেশনা আপনারাই দিবেন। জাতি আপনাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। তিনি আরো বলেন, মতলবের রাজনীতির কোন কিছুই আপনাদের নজরের বাইরে নয়। এই মতলবের গরীব দুঃখী মানুষের জন্য ড. জালাল উদ্দিন সাহেব দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করার ওনার যে অভ্যাস দোয়া করবেন তা যেন অব্যাহত থাকে এবং আল্লাহ তা'আলা যেন উনার মনের আশা পূরণ করেন।
এ সময় প্রধান অতিথি আরো বলেন, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন সাহেব ওমরা পালনের কারণে তিনি এখন সৌদি আরবে রয়েছেন। তিনি আমার মাধ্যমে আপনাদেরকে সালাম পৌঁছে দিতে বলেছেন এবং আপনাদেরকে আগাম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ইফতার মাহফিলে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।