মতলবে শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার।
মতলবে শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার।
নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার জুলাইয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
মঙ্গলবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত উপজেলায় জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত ১০ শহীদ পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রি তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের মনিটর অধ্যাপক ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম, এ সময় ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার মজিবুর রহমান , সাবেক ফুটবলার ও বৃহত্তর মতলব উপজেলার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু,মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আজিম মিশু, তেজগাঁও সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় অধ্যাপক ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, ‘দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে আপনাদের ছেলে মেয়ে জীবন দিয়েছেন। তাদের কাছে জাতি চির কৃতজ্ঞ। এই বীরাঙ্গনা পরিবারের হাতে আমরা ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিতে পেরে নিজেদের গৌরবান্বিত বোধ করছি। দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশা আল্লাহ।’